নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ নেওয়াজের বিরুদ্ধে ডিউটি রেখে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগ উঠার পর তাকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুল আলম। আগামী তিন কার্য দিবসের মধ্যে ডা. আসিফ নেওয়াজকে জবাব দিতে বলা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর ডা. আসিফ নেওয়াজকে শোকজ করা হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার বেলা ১টার দিকে হাসপাতালের ডিউটি রেখে একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে যান ডা. আসিফ নেওয়াজ।
নিয়মিত রোগী দেখার অংশ হিসেবে সেখানে গিয়ে তিনি ডবল ভিজিটে মানসিক রোগীর চিকিৎসা শুরু করেন। এ সময় নিজেকে মানসিক রোগ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবি করেন। এ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে যাচাই সাপেক্ষে তাকে শোকজ করা হয়।