নেত্রকোনার দুর্গাপুরে আত্রাখালি ব্রিজের কাছে মধ্যমবাগান এলাকায় তেল ডিজেলের দোকান মালিক ৬৫ বছরের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ । সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে হেকমত আলী নিজ ঘরের সাথেই দোকানে তেল ডিজেল বিক্রি করতেন।
রাতভর সোমেশ্বরী নদীতে চলা ড্রেজার মেশিনে এসব তেল ডিজেল বিক্রি হতো। আনুমানিক রাতে দুইটা আড়াইটার পরে এক মাসুদ নামের এক যুবক দোকান ঘরে লুট করতে থাকে।
এসময় স্থানীয় ১ নং বালূ ঘাটের ড্রেজার ব্যবসায়ী শাহিন মিয়া তেল নিতে আসলে মাসুদকে লুটপাট করতে দেখেন। তিনি আসা মাত্রই মাসুদ পালিয়ে যায়। এদিকে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে বৃদ্ধের পরিবার ছুটে আসে৷ ছেলেরা হাসপাতালে নিয়ে গেলে ভোরে সেখানে মারা যান হেকমত আলী।
ঘটনা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলী। তিনি জানান, উপজেলার মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে হেকমত আলী (৬৫) নিজ বাসার সাথেই তেল ডিজেল বিক্রি করতেন।
মধ্যরাতে কে বা কারা তাকে আঘাত করে। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়। ভোররাতে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বৃদ্ধের মাথায় পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় দড়ি রয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধের ছেলেরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।