নেত্রকোনার দুর্গাপুরে ধানক্ষেতের পাশে মিলল মাজাহারুল ইসলাম সাইমন (১৫) নামের অটোরিকশাচালক এক কিশোরের মরদেহ উদ্ধার।
ওই কিশোর উপজেলার কাকৈরগরা ইউনিয়নের বাহরতলা গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সোমবার সকালে দুর্গাপুর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বাবা মায়ের সাথে রাগ করে সে একদিন ধরে নিখোঁজ ছিলো। অটোচালক কিশোর বাহরতলা নিজ গ্রাম থেকে ঝাঞ্জাইল বাজার পর্যন্ত অটোরিকশা চালাতো। মোবাইল কেনা নিয়ে বাবা মায়ের সাথে রাগ করে রবিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। কিভাবে এ ঘটনা ঘটেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।