রিফাত আহমেদ রাসেল:
আগামী ৩০শে জানুয়ারি দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে নেত্রকোনার দুর্গাপুর । তাই দিন যত যাচ্ছে ভোটারদের মন জয় করতে এসে ছুটছেন প্রার্থীরা । তবে প্রচার প্রচারণায় মাঠে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলা উদ্দিন আলাল । প্রতিদিনই পৌরসভার অলিগলি ঘুরে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ।
এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বালিকান্দি, দশাল, ঠাকুরবাড়িকান্দায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় যোগ দেন তিনি । সভায় গ্রামের নারী-পুরুষসহ তরুণ ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো ।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য সৌরিন আরেং সেং, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুস শাহাদাৎ বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা শামসুল আলম, মহিন ফরাজী, উপজেলা যুবলীগ নেতা গোলাম ফাহমি ভুইয়া, আজহারুল ইসলাম আরিফ সহ প্রমুখ ।
এই সময় নেতারা বলেন, জননেত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নত একটি রাষ্ট্রের রূপান্তরিত করেছে । আজ নিজেদের টাকায় পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল সহ দেশ বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে । আগামী দিনগুলোতে তাঁর হাতকে শক্তিশালী করতে আসন্ন ৩০ শে জানুয়ারি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলা উদ্দিন আলালকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা ।