রিফাত আহমেদ রাসেল,
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা । শনিবার বিকেলে উপজেলা ছাত্র ইউনিয়নের আয়োজনে পৌরশহরের প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা
মানববন্ধন কর্মসূচিতে থেকে করোনাকালীন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা মওকুফ, এসাইনমেন্টের নামে আদায় করা টাকা ফেরত, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার রোড ম্যাপ ঘোষণা করা, সেশনজট রোধে দ্রুতই এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরন বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে পরীক্ষা নেওয়া, সকল বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিকরণ বন্ধ করা, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা সহ মোট আটটি দাবি তুলে ধরেন ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা ।
এইসময় উপজেলা ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্ব অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্র ইউনিয়ন সংসদের সাবেক সভাপতি, সিপিবি মেয়র প্রার্থী শামছুল আলম খান, সাবেক সভাপতি মোরশেদ আলম, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি সাহান আলী, বর্তমান ছাত্র নেতা মাসুদ মিয়া, মুক্তা দত্ত, প্রমুখ ।