ফয়েজ আহম্নদ হৃদয়,মদন:
নেত্রকোনার মদনে পাকা ধান মাড়াই নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাসেম (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। এর আগে রবিবার রাতে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। নিহত আবুল কাসেম উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামের বাসিন্দা ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মদন উপজেলার হাওরে ধান কাটা নিয়ে ব্যাস্ত সময় পার করছেন কৃষকেরা। জমি থেকে ধান কেটে বাড়ি নিয়ে পর্যায়ক্রমে মাড়াই দেন। একসাথে সকল কৃষকের ধান কাটা হলেও কয়েকটি মাড়াই যন্ত্র দিয়ে পর্যায়ক্রমে ধান মাড়াইয়ের কার্যক্রম চলে।
আগে পরে ধান মাড়াই নিয়ে রবিবার বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামে কৃষক আবুল কাসেম ও প্রতিবেশী কৃষক আব্দুল লতিফের সাথে বাকবিতন্ডা হয়। এর জেরে সন্ধ্যায় দু’পক্ষের মাঝে সংঘর্ষে বেঁধে যায়। সংঘর্ষে কয়েকজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত কৃষক আবুল কাসেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। এ ব্যাপারে মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, মৃত্যুর খবর শুনেছেন। তবে এখনো কেউ মামলা করেনি।