হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী বেতাই নদী,এটি উপজেলার সান্দিকোনা ও রোয়াইলবাড়ী ইউনিয়নের মধ্য অববাহিকায় অবস্থিত। স্থানীয় ভুমি অফিস সুত্রে জানা যায়, কাগজপত্রে বেতাই নদী,কিন্তু খনন প্রকল্প অনুমোদন খাল। এছাড়াও খনন কাজেও রয়েছে অনিয়ম।
এ বিষয়ে নিয়ে সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলার পরিষদের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বিত্তিক সংগঠন হেল্পলাইন কেন্দুয়ার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্যরা বলেন, বেতাই নদীকে খাল বানানো চলবে না। বেতাই নদীর নাম পরিবর্তন করে বেতাই খাল লেখা হয়েছে কেন? খাল খনন নয় নদী খনন করা হোক। এছাড়াও দ্রুত উদ্বোধনী ফলক সহ কাগজপত্রে বেতাই নদী লেখার দাবী জানিয়েছেন তারা।
মানববন্ধনে ফেইসবুক ভিত্তিক সংগঠন হৃদয়ে কেন্দুয়া গ্রুপ,আলোকিত কেন্দুয়া গ্রুপ, রক্তদানে কেন্দুয়া গ্রুপ,সতীর্থ জয়হরি গ্রুপের এডমিনরা বক্তব্য রাখেন। করোনাকালে শান্তিপূর্ণ সীমিত আকারে স্বাস্থ্য বিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।