সোহান আহমেদ:
জীবনের জন্য নদী এর প্রতিপাদ্য সামনে রেখেনেত্রকোনায় আন্তর্জাতিক নদী দিবস ২০২৩ পালিত হয়েছে।জেলা শহরের মগরা নদী দখলমুক্ত সহ সব নদনদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে রবিবার বেলা সাড়ে এগারোটায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখা গ্রীনভয়েজ নামে পরিবেশবাদী একটি সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ জেলা শহরের বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন বয়েজ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহবায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব নুর ই জান্নাত সাহিত্য পরিষদ নেতা সাইফুল্লাহ এমরান।
এ সময় কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা অবিলম্বে জেলার সকল নদ-নদী দখল মুক্তসহ নাব্যতা ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন সহ সরকারের প্রতি জোর দাবি জানান। পরে জেলা পরে প্রশাসক বরাবর স্মারকলি প্রদান করা হয়।