Sunday, May 19, 2024
মূলপাতাঅন্যান্যনিখোঁজের ছয় ঘন্টা পর সোমেশ্বরী থেকে কিশোরের

নিখোঁজের ছয় ঘন্টা পর সোমেশ্বরী থেকে কিশোরের

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজের ছয় ঘন্টা পর আবির হাসান (২০) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার সন্ধ্যায় উপজেলার কুল্লাগড়ায় ইউনিয়নের বাইড়কান্দি গ্রামে সোমেশ্বরী নদীর তীর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় আবির। নিহত আবির হাসান গাজিপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজিপুর থেকে গতকাল শনিবার দুর্গাপুরের কুল্লাগড়ার বাইড়কান্দি গ্রামের দূর সম্পর্কের আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বেড়াতে আসে আবির।

রবিবার দুপুরে স্থানীয়দের সাথে নদীতে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসে প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করে।

পরে উদ্ধার কাজে অংশ নেয় ময়মনসিংহের একটি ডুবুরি দল। ময়মনসিংহ থেকে আসা উদ্ধারকারী দলের এক ঘন্টা চেষ্টায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মরদেহের সন্ধান পায় ফায়ার সার্ভিস।

এদিকে স্থানীয়রা আরো জানায়, সোমেশ্বরী নদী থেকে যত্রতত্র ও অপরিকল্পিতভাবে ভালো উত্তোলনের ফলেই নদীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে চোরাবালুর গর্ত।

এ গর্তেই গোসল করতে গিয়ে প্রায় সময় নিখোঁজের ঘটনা ঘটছে।

এই ঘটনা এলাকায় নতুন কিছু না প্রতিবছরই এমন ঘটনা ঘটছে।

গত ১৪ বছরে সোমেশ্বরী নদীর ড্রেজারের গর্তে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনে ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, আমরা সংবাদ আর পরপরই প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করি। পরবর্তীতে উদ্ধার কাজে অংশ নিয়ে ময়মনসিংহে ডুবুরি দল। এক ঘন্টা চেষ্টায় ডুবুরি দল মরদহটি উদ্ধার করতে সক্ষম হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments