সোহান আহমেদ
রড, সিমেন্ট, বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ঠিকাদার এসোসিয়েশন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন পালিত হয়।
এতে জেলা শহরের সকল শ্রেণীর ঠিকাদারগণ অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে ঠিকাদার নাজমুশ শাহাদাত নাজুর পরিচালনায় বক্তব্য রাখেন, শেখ হেমায়েত আলী বাবলু, মুখলেছুর রহমান, আজিজুল হক পলাশ, আব্দুল্লাহ আল বাসেতসহ আরো অনেকে।
এ সময় বক্তারা অবিলম্বে রড, সিমেন্ট, বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর মূল্য কমাতে সরকারের প্রতি জোর দাবী জানান। না হয় সকল ঠিকাদারগন কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।