সুশাসনের লক্ষ্যে নেত্রকোনায় অনুসন্ধানী সাংবাদিকতা ও বাস্তবতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সুশাসনের জন্য নাগরিক নেত্রকোনা জেলা কমিটির আয়োজনে পৌর ভবনের আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সুজন জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
সুজনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় এ কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্যানেল মেয়র এসএম মহসিন আলম, হাঙ্গার প্রজেক্ট সমন্বয়কারী নাজমুল হোসাইন।
এ সময় কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক নানা অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন।
অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে বক্তব্য রাখেন, এ বিষয়ে প্রশিক্ষণ নেয়া সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ , সোহান আহমেদ। এছাড়াও দীর্ঘদিন সাংবাদিকতার অভিজ্ঞতা বিনিময় করেন ম কিবরিয়া চৌধুরী হেলিম, মীর মনিরুজ্জামান, সুজাদুল ইসলাম ফারাস, কবির হোসেন চান মিয়া, ভজন দাস ও মনোরঞ্জন সরকার প্রমুখ।