Saturday, October 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদবারহাট্টা উপজেলানেত্রকোনায় অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান

নেত্রকোনায় অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান

সোহান আহমেদ:
নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চলে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এন এসআই) এর তথ্য ও সক্রিয় অংশগ্রহণ অবৈধ জর্দা বিড়ি ফ্যাক্টরিতে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনায় চিছরাকান্দা ও রায়পুর গ্রামের পৃথক দুটি এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

এসময় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম জানান জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি রামপুর গ্রামের জুয়েল সালাম ভাই ভাই জর্দা ও বিড়ি ফ্যাক্টরি নামে একটি ও নূর দুলাল পাতি জর্দা নামের দুটি ফ্যাক্টরিতে অবৈধ ভাবে তৈরি ও বিপণন করে আসছিল এ দুটি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে ২০০৯ এর ৩৭ ও ৪৪ ধারায় মামলা মামলা নিয়ে ৮০ হাজার টাকা জরিমানা ও ৫/৬ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, রায়পুর ইউনিয়নের ছিচরা কান্দা গ্রামের গোলাম কিবরিয়া ও রামপুর গ্রামের জুয়েল মিয়া। তারা দীর্ঘ কয়েক বছর ধরেই নিজ বসত ঘরের আঙ্গিনায় অবৈধভাবে তামাক আমদানির মাধ্যমে বিএসটিআই অনুমোদনহীন জর্দা বাজারে বিপণন করে আসছিলো।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments