নিজেস্ব প্রতিবেদক…
দেশের বিভিন্ন স্থানে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস’ পালন করলেও
নেত্রকোনায় গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করেছে জেলা আওয়ামীলীগ।
বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরশহরে গনতন্ত্রের বিজয় মিছিল করেছে জেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু নেতৃত্বে বিজয় মিছিলটি শহরের বড় বাজার ছোট বাজার পৌরসভা মোড় ঘুরে ছোট বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, যুগ্ম সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম খান সহ আরো অনেকেই।