Sunday, December 8, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় কেন্দ্রীয় কৃষক লীগের ধান কাটা উৎসব

নেত্রকোনায় কেন্দ্রীয় কৃষক লীগের ধান কাটা উৎসব

বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে সারাদেশে কৃষকের ধান কেটে দেয়া কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপির উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কেটে দেয়া হয়েছে।রবিবার সকাল সাড়ে ১১ টায় বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের কলা বিল (শনির হাওরে) কৃষক মোহাম্মদ রুহুল আমিন নূরুলের ১২০ শতক জমির পাকা ধান কেটে দেন কৃষক লীগ নেতারা । এ সময় ধান কাটা উৎসবে অংশ নেন কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এ সময় কৃষক লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সমাজকল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, এই করোনা মহামারির মধ্যে কৃষকের পাশে থেকে ধান কেটে গোলায় তুলে দেয়ার মাধ্যমে কৃষক লীগ প্রমাণ করেছে বাংলাদেশ কৃষক লীগ প্রকৃতপক্ষেই কৃষকদের সংগঠন। তিনি কৃষক লীগের বর্তমান নেতৃত্বের প্রসংশা করে বলেন, কৃষিবিদ সমীর চন্দ ও এ্যাড, উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে বাংলাদেশ কৃষক লীগ আজ সকলের জন্য মডেল সংগঠন হিসেবে উপনীত হয়েছে।

কৃষকৱত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে কৃষকের ধান কেটে গোলায় তুলে দেয়ার জন্য কৃষক লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, বাংলাদেশ কৃষক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের কৃষকের কল্যাণে বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন তাই কৃষক লীগের নেতৃবৃন্দের অনেক দায়িত্ব এবং কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীরা তাদের দায়িত্বের ব্যাপারে সজাগ । জননেত্রী শেখ হাসিনার যে কোন নির্দেশ বাস্তবায়নে নিজের জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত কৃষক লীগ নেতারা। তিনি কৃষক সমাজকে ধান কাটা সহ যেকোন সমস্যায় সহযোগীতার জন্য কৃষক লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।

বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, কৃষকের এক ইঞ্চি পাকা ধান মাঠে থাকতে কৃষক লীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে না। বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরা পুরো বোরো মৌসুম জুড়ে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিবে ইনশাআল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্জ আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম চৌধুরী, আলহাজ্জ মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, এ্যাড. শামীমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নূরে আলম সিদ্দিকী হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, ক্ষেত মজুর বিষয়ক সম্পাদক ইসহাক আলী সরকার, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, জাতীয় কমিটির সদস্য মিলটন কুমার বসাক, আহমেদ সারওয়ার বিপ্লব, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল, বারহাট্টা উপজেলা কৃষক লীগের সভাপতি টুকুর জোয়ার্দার সহ নেত্রকোনা জেলা ও বারহাট্টা উপজেলা কৃষক লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments