বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুসহ আরো অনেকেই।
দীর্ঘ আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ডক্টর রফিকুল ইসলাম হিলালীসহ ছাত্রদল ও জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।