হারিয়ে যাওয়া বাঙ্গালির গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে জাতীয় পিঠা উৎসব ১৪৩০ উপলক্ষে নেত্রকোনায় লোক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরের মোক্তারপাড়া মাঠে জাতীয় পিঠা মেলা ও শিল্পকলার নজরুল মঞ্চে (টিনশেড) অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।
বুধবার বিকালে জাতীয় পিঠা উৎসব উপলক্ষে আয়োজন লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আই সিটি বিপিন চন্দ্র বিশ্বাস (উপ সচিব পদে পদোন্নতি)।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে সাংস্কৃতিক পরিবেশনা ও পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভার সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তমাল বোস।
আলোচনা সভা শেষে শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন নাচ গান পরিবেশন করে।
এদিকে ২২ জন উদ্যোক্তা পিঠা উৎসব মেলায় পিঠা প্রদর্শনী করেন।
এসময় বিভিন্ন দর্শনার্থীরা পিঠা কেনেন এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।