সোহান আহমেদ:
মৌসুমের শুরুতেই নেত্রকোনায় ইটভাটা লাইসেন্স নবায়নের আগে সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।
জেলার সকল ইটভাটা সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বুধবার সকালে জেলার মদন উপজেলায় চারটি ইটভাটা ঘুরে দেখেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ।
এ সময় সফরসঙ্গী হিসেবে ছিলেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান সহ বেশকজন কর্মকর্তারর একটি চৌকস টিম।
পরিদর্শনকালে প্রতিটি ইটভাটায় কয়লা দিয়ে ইট পুরানো বিষয়টি নিশ্চিত করণসহ পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে নানা খোঁজখবর নেন। এ সময় জেলার প্রথম স্থান অধিকারকারী মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের এম এ ওয়াহেদ হাওয়াই ভাটার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন কর্মকর্তারা।
এ ছাড়াও পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার প্রতিটি ইটভাটায় পরিবেশ নিশ্চিত করণে কার্যক্রম চলছে বলে জানান কর্মকর্তারা।