দীর্ঘ প্রতীক্ষার পর নানা জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে নেত্রকোনায় সাংবাদিকদের প্রতিষ্ঠান জেলা প্রেসক্লাবে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়ার সকল আনুষ্ঠানিকতা শেষে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা প্রেসক্লাবে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই নতুন পুরাতন কমিটির সদস্যদের নিয়ে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে আপদকালীন সময়ে বিশেষ ভাবে ডাকা সাধারণ সভায় গঠিত আহবায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা নির্দেশ দেন কমিটির আহবায়ক এবং পদাধিকার বলে সভাপতি নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রেসক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান লিখিতভাবে দায়িত্ব বুঝিয়ে দেন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাংবাদিক হাবিবুর রহমানের কাছে। এ সময় নবগঠিত কমিটির সাংবাদিক সদস্যগণসহ সকল পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিদায়ী সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত সদস্য সচিব প্রতিষ্ঠানটির মান মর্যাদা অক্ষুন্ন রেখে আগামী দিনে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকার রাখার প্রত্যয় ব্যক্ত করেন।