নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এতে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন এনজিও নারীবাদী সংগঠনসহ সকলেই অংশ নেন।
এবারের প্রতিপাদ্য নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশীদ, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম প্রমুখ।
বক্তারা একটি কথা উচ্চারণ করে জোর দেন আগে মানুষ হতে হবে। আর মানুষ হওয়ার একমাত্র পথ শিক্ষা এবং সুশিক্ষা।
প্রতিটি নারী পুরুষকে এই সুশিক্ষায় শিক্ষিত করতে পারলেই কেবল বৈষম্য দূর হবে। এই পৃথিবী মানুষের হবে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, একেবারে প্রান্তিক পর্যায়ের নারীদের মাঝে সচেতনতা বোধ তৈরি করতে হবে। তাদেরকে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ভাবে সমানতালে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে। আইনগত দিকেও যেন নারীরা কোন ধরনের সহিংসতার শিকার না হয় সেটির দিকে নজর রাখার প্রতি গুরুত্বারোপ করেন।