সোহান আহমেদ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে নেত্রকোনা পৌরসভা।
রবিবার বিকেলে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে পৌর ভবনের তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পৌর শহরে বসবাসরত ৮০ জন মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা দেয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানের শুরুতেই প্যানেল মেয়র এসএম মহসিন আলমসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরে ঘন্টাব্যাপী চলা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ আরো অনেকেই।
আলোচনা শেষে উপস্থিত ৮০জন মুক্তিযোদ্ধাকে ৫শত করে নগদ অর্থ প্রদানের মাধ্যমে সন্মাননা প্রদান করা হয়।