নেত্রকোনায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন। দিবসটি উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চত্বরে ও পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে এবং জেলা আওয়ামী লীগ অফিসে দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে।
সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের “চেতনার বাতিঘর” ভাস্কর্যতে জেলা প্রশাসক শাহেদ পারভেজের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে “মুক্তির মহানায়ক “ভাস্কর্যতে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এরপর একে একে সর্বস্তরের জনগণ পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানায়।
এদিকে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।