নেত্রকোনার পুর্বধলায় বজ্রপাতে মোস্তফা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। উপজেলালার গোহালাকান্দা ইউনিয়নের হাটবারেঙ্গা গ্রামে বৃষ্টিতে ভিজে যাওয়া বন তুলতে গিয়ে শনিবার সন্ধ্যা সাতটার সময় তিনি বজ্রপাতে আহত হন।
এ সময় বৃষ্টিতে নিজ বাড়ির ওঠোনের গো খাদ্য (খর) বাচাঁতে ছেলেরা সহ তিনি খর তুলতে গিয়ে আহত হলে বাড়ির লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে নিতে মারা যান। নিহত কৃষক ওই গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে।
কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করে পুর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় প্রচুর বজ্রপাত পড়ে। এসময় তিনি গরুর খাদ্য ভিজে যাচ্ছে দেখে সেগুলো বাঁচাতে গেছেন। তাজে দেখে আশপাশের সবাই ওঠে আসতে বললেও শুনেন নি। এ দিকে পুর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন প্রিন্স জানান, প্রশাসন থেকে দাফনের জন্য ওই কৃষক পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।