সোহান আহমেদ:
নেত্রকোনায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪৪ তম জাতীয় অলিম্পিয়াড ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সপ্তাহটি পালন উপলক্ষে নেত্রকোনার মোক্তারপাড়া আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবুর রহমান খান শেফালী।
পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সকল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ আরও অনেকেই।
অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত নেত্রকোনার বিশিষ্ট শিক্ষা অনুরাগী ক্রীড়া সংগঠক জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির সহধর্মিনী কামরুন্নেসা আশরাফ দীনার স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা শেষে অতিথিদের সাথে নিয়ে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় দুদিন ব্যাপী মেলায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।