Saturday, January 28, 2023
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন

নেত্রকোনায় বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন

সোহান আহমেদ:
শোকের মাস আগস্টে নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

এ সময় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর সাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দীপক গুপ্ত, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অথিতি বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। এই কলঙ্কময় দিনের স্মৃতি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সকল ঘটনার চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই বিদ্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু মোরাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিন পরে হলেও এমন উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। পরে বিদ্যালয় হল রুমে সকল শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ সংবাদ

Recent Comments