সোহান আহমেদ:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নেত্রকোনা জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ইউনিট কমান্ডের আয়োজনে পৌর শহরের সার্কিট হাউস মাঠে এ দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযুদ্ধা আশরাফ আলী খান খসরু ।
ইফতার মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সভাপতি জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদসহ জেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ ।
এছাড়াও জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার পূর্ববর্তী সময়ে কোরআন তেলাওয়াত ও দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।