সোহান আহমেদ, নেত্রকোনা: শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৬তম জন্মতিথি ও বার্ষিক উৎসব ১৪২৭ উপলক্ষে নেত্রকোনায় হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরের সাতপাই রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে হিন্দু-মুসলিম অর্ধশত হত-দরিদ্র নারীর মাঝে বস্ত্র তুলে দেয়া হয়।
বস্ত্র বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা পৌরসভা ২ নং ওয়ার্ডের চতুর্থবারের মতো নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর এস এম মহসিন আলম।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার ঘোষসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে হতদরিদ্রদের মাঝে বস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর এস এম মহসিন আলম।