স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে নেত্রকোনা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। সুর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট প্রাঙ্গণে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ।
পরে একে একে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তর ও সরাসরি বেসরকারি সকল প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সেইসাথে শহরের সাতপাই বধ্যভূমিতে নির্মিত স্মৃতি সৌধে জেলা প্রশাসকসহ সর্বস্তরের জনতা পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল আটটায় সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
কুচকাওয়াযে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এর আগে বাণী পাঠ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
পরে বেলুন ও শান্তির পায়য়া ঊড়িয়ে কুচকাওয়াজ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এদিকে বেলা ১১ টায় শহরের মোক্তারপাড়া কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে দিবস উপলক্ষে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে জেলা প্রশাসক পত্নী আমিনা সুলতানা অনন্যা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরপর সকলের অংশগ্রহণে বাদ্যের তালে তালে বালিশ খেলায় প্রথম হন ডিসি পত্নী।
এছাড়াও সাধারণ নারীদের মাঝে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা এবং অতিথিদের সন্তানদের জন্যেও বালিশ খেলা অনুষ্ঠিত হয়েছে।
পরে পাবলিক হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।