এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা:
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের দুওজ গ্রামে মঙ্গলবার রাতে বাড়ির পেছনের পুকুর থেকে মোহাম্মদ সালমান (৯) নামক এক প্রতিবন্ধী শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুওজ গ্রামের নূরুল আমিনের পুত্র সালমান বিকালে খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বাড়ীর অন্যান্য শিশুদেরকে বাড়ীতে দেখতে পেলেও সালমানকে দেখতে না পেয়ে চারপাশে খোজাখুঁজি শুরু করে। পরে বাড়ীর পেছনে পুকুরের পানিতে সালমানের দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার ও আশপাশের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।