Homeঅন্যান্যনেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৩

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৩

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি পিকাপ ভ্যানও জব্দ করে পুলিশ।

শনিবার সকালে উপজেলার রংছাতি ও পাঁচগাও সীমান্ত থেকে পৃথকভাবে অভিযানে তাদেরকে আটক করে। আটকদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার ও একটি পিকআপ ভ্যান জব্দ করে।

পুলিশ জানায়, সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ার কান্দা ব্রিজ সংলগ্ন এলাকা হতে ১৫ পিস ইয়াবাসহ কালিহালা গ্রামের সাইকুল ইসলাম (৪৫)কে আটক করে।

অপরদিকে উপজেলার সীমান্তবর্তী পাঁচগাও নতুন বাজার এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ ও একটি পিকআপ সহ চৈতা পাঁচগাও গ্রামের মোঃ নজরুল ইসলাম (২৪) ও মনির হোসেনকে (১৯) আটক করা হয়। বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল হক, এএসআই কাজল মিয়া, এ এসআই সুবেন কুমার নন্দীর সঙ্গীয় ফোর্স মমিনুল, নজরুল, শহিদুল, আতিকুর এ অভিযানে অংশ নেয়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক সংবাদ