হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি সরকারি হালট নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) দুপুরে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষে আহতদের মধ্যে জুলহাস মিয়া (২৫), আল আমিন (৩২), আলমগীর (২৫), কাজিম উদ্দিন (৪০), ফৌজদার মিয়া (৫০), মিনহাজ মিয়া (৫০), টিপন মিয়া (২০), জুয়েল মিয়া (৪৫), আবুল কালাম (৫০) ও আব্দুস সালাম (৫৫) কে স্থানীয় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, জালালপুর গ্রামের হাওরের একটি সরকারি হালটের ভোগ দখলকে কেন্দ্র করে ওই গ্রামের আব্দুল হক মিয়ার সাথে একই গ্রামের আব্দুস সালামের বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য বুধবার সকালে উভয়পক্ষকে নিয়ে গ্রামে একটি সালিশও বসে। কিন্তু সালিশে দুইপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে গ্রামবাসী ওই সালিশ স্থগিত করে দেন। এরই জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।