নেত্রকোনার কেন্দুয়ায় মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে আবু সাদেক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পিন্টু মিয়া (২৫) কে আটক করেছে। আটক পিন্টু নিহতের চাচাতো ভাইয়ের ছেলে।
সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কবিচন্দ্রপুর গ্রামের রাস্তায় ঘটনাটি ঘটে।
নিহত আবু সাদেক উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছবিলা গ্রামের বাসিন্দা নিহত আবু সাদেক সোমবার বিকালে কবিচন্দপুর গ্রামে ভাইয়ের বাড়িতে এসেছিলেন।
পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে রাস্তায় তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় আবু সাদেককে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে খুনি পিন্টু মিয়া (২৫) কে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঘাতক পিন্টু নিহত আবু সাদেকের চাচাতো ভাইয়ের দিকে ভাতিজা হয়।
পিন্টুর বাবার নাম আনোয়ার হোসেন ওরফে আনন্দ মিয়া। পিন্টুকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।