সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে জেলার কেন্দুয়া উপজেলায় সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের কেন্দুয়া প্রেসক্লাব এর সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন সময়ে কেন্দুয়া প্রেসক্লাব ও কেন্দুয়া সাংবাদিক সমাজসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এসময় সাংবাদিক নেতারা বক্ত্যবে বলেন, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থা কারীদের আইনের আওতায় আনা ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। পরে মানববন্ধন শেষে কেন্দুয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।