নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে ধনু নদীর পাশে নীল ডোয়ার হাওরে একটি বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা ও নৌ-পুলিশের টিম।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নীল ডোয়ার বিলে ধনু নদীর পাড় থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খালিয়াজুরী ঘেঁষা ধনু নদীর পাড়ে নীল ডোয়ার বিলে মাঝ ধরতে গেলে স্থানীয় জেলেদের নজরে পড়ে একটি বস্তা।
কাছে গিয়ে লাশের গন্ধ বের হলে খালিয়াজুরী থানায় স্থানীয়রা বিষয়টি জানান। পরে থানার পুলিশ নৌ-পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নৌ পথেই নিয়ে যায়।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি খোকন সাহা সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির ঘার থেকে মাথা খসে পড়েছে। এমন গলিত।
ধারণা করা হচ্ছে গত মাস খানেক পূর্বে যখন পানি ছিলো ফেলে রেখেছে। কারণ বস্তায় পাথর পাওয়া গেছে। পড়নের লুঙি ও সুয়েটার দেখে এবং চুল ছোট সাইজ দেখে ধারণা করা হচ্ছে পুরুষের লাশ এটি।
নৌ পুলিশের লেপসিয়া তদন্ত ফাঁড়ির ইনচার্জ মো চান মিয়া লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ফাঁড়িতে নেয়ার পর নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া লাশ শনাক্তসহ জড়িতদের ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।