Sunday, December 15, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনার দুর্গাপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নেত্রকোনা দুর্গাপুরে করোনার উপসর্গ নিয়ে আইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কয়েকঘন্টা পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । আইনুদ্দিন দুর্গাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধুপাড়ার বাসিন্দা ।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আইনুদ্দিন তীব্র মাথা ব্যথা ও জ্বর সর্দি নিয়ে বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। আজ শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে ও শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা রোগীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে তাকে ভর্তি করে দেন। এর কয়েকঘন্টার মধ্যে অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান । এ নিয়ে গেল কয়েকদিনে করোনায় উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments