নেত্রকোনার দুর্গাপুরে রবিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়কে দোকানপাট বন্ধ থাকে। বিভিন্ন মোড়ে মোড়ে হরতালের পক্ষে অবস্থান নেয় হেফাজতের কর্মী-সমর্থকরা। বন্ধ থাকে ছোট বড় সকল যান চলাচল। এর পরপরই যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কে নেমে আসে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সমাবেশ করে ছত্রভঙ্গ করে দেয় হেফাজতের কর্মী-সমর্থকদের। তবে কোন প্রকার বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির খবর পাওয়া যায় নি।প্রেসক্লাব মোড়ে প্রায় একঘন্টা অবস্থানের পর একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ। এদিকে সকাল থেকেই থমথমে পরিবেশ বিরাজ করে দুর্গাপুরের প্রতিটি সড়কে।