নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬,৪০ মিনিটের দিকে ট্রেনের নিচে কাটা পড়ে লক্ষী রানী (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।
জারিয়া-ময়মনসিংহ রেল পথের পূর্বধলা রেল স্টেশন সংলগ্ন সাবেক সাংসদ আলহাজ্ব ডাক্তার মােহাম্মদ আলী বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লক্ষী রানী পূর্বধলা সদরের রাজপাড়া গ্রামের মৃত নান্টু চক্রবর্তীর স্ত্রী। পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মাে. আব্দুল মােমেন জানান, শনিবার সন্ধ্যায় জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৫ নং আপ লােকাল ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ এখন পর্যন্ত উপস্থিত হয়নি তবে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছে। স্বজনদের দাবী তার স্বামীর মৃত্যুর পর সে মানসিক বিকারগ্রস্থ ছিল।