নেত্রকোনার পুর্বধলায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাকচাপায় তাহমিনা (৯) নামের এক পথচারী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২ মার্চ) রাত আটটার দিকে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি দ্রুতগামী ট্রাকের চাপায় পুর্বধলা উপজেলা সদরের চৌরাস্তা আতকাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত শিশুটি পুর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল গ্রামের নুরুল হকের মেয়ে। শিশুটি স্বজনদের সাথে চৌরাস্তা এলাকা থেকে বাড়ি যাবার পথে হেঁটে আতকাপাড়া এলাকাটি পার হচ্ছিলো।
এ সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে চলে যায়।
পুর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।