নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইয়াবা ট্যাবলয়েড নিয়ে উপজেলা ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে শনিবার কোর্টে প্রেরণ করে।
আটককৃত ছাত্রলীগ নেতা আবু সাঈদ খান রানা ওরফে রানা খান (২৮) বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবুল বাশার খানের ছোট ভাই।সহযোগী রুমন তালুকদার (২৬) আগিয়া ইউনিয়নের আইয়ুব আলী তালুকদারের ছেলে।
পুর্বধলা থানা পুলিশের এস আই তাপস বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাদে পুটিকা এলাকায় মাদক বিক্রির সময় তাদেরকে হাতে নাতে আটক করা হয়। এস আই মো. আলাউদ্দিনের নেতৃত্বে তাদেরকে আটকের পর মামলা দেয়া হয়েছে। এদিকে ৫০ পিস ইয়াবা নিয়ে আটকের খবর পাওয়া গেলেও পুলিশের তদন্তের এই আয়ু জানান ২০ পিস ইয়াবার মামলা দায়েরের কথা। তবে পুলিশ জানায় আটক তারা দুজনই ব্যবসায়ী।
এদিকে এলাকাবাসি জানান, রানা খান তার বড় ভাই যুবলীগ নেতা আবুল বাসার খানের ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে এলাকাসহ বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছিল। এলাকায় রানা খানই প্রথম মাদক আমদানী করে নিয়ে আসে বলেও তারা জানান। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়নি। দিনের পর দিন চালিয়ে আসছিল রমরমা মাদক ব্যবসা।