নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশির কিরিচের আঘাতে দিলওয়ার হোসেন (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ আল আমিন (৩০) নামের এক যুবককে আটক করেছে।
আজ ঈদের দিন শুক্রবার বিকালে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই খুনের ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, দিলওয়ার কৃষ্ণপুর গ্রামের সামনের হাওরে যাওয়ার পথে পিছন থেকে প্রতিপক্ষ হামলা চালিয়ে কিরিচ দিয়ে পিঠে আঘাত করে। পরে তার চিৎকার শুনে অন্যরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। দিলওয়ারকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মদন থানার ওসি ফেরদৌস আলম সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দিলওয়ার ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আটক আল আমিন প্রতিবেশী মৃত আলতু মিয়ার ছেলে। তাদের মধ্যে পুর্ব বিরোধ চলে আসছিলো।
আমরা খবর পেয়েই অভিযান চালিয়ে হামলাকারী আল আমিনকে আটক করেছি। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।