Sunday, October 13, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনার মোহনগঞ্জে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

নেত্রকোনার মোহনগঞ্জে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

‘মা তোমার জন্য কিছু করতে পারলাম না, আমাকে মাফ করে দিও’ এমন একটি চিরকুট হাতে সালমান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত রবিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পৌর শহরের রাউতপাড়ায় ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জারারকোনা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
মৃত সালমান মোহনগঞ্জে ভাড়া বাসায় মা ও ছোট বোনকে নিয়ে বসবাস করত এবং স্থানীয় একটি কলেজের স্নাতক শ্রেণিতে পড়াশুনার পাশাপাশি স্থানীয় ‘নগদ’ এজেন্টে কাজ করতো বলে জানা গেছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুর আহাদ খান এবং পরিদর্শক (তদন্ত) মো. আখতারুজ্জামান তাদের সাথে কথা বলে আরো জানা যায়, ভাড়া বাসায় ঘরের এঙ্গেল সাথে ঝুলে থাকা অবস্থায় চিরকুট হাতে মৃতদেহ উদ্ধার করা হয়।

আজ (সোমবার) সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। চিরকুটে লেখা ছিল ‘মা তোমার জন্য কিছু করতে পারলাম না, সংসারের অনেক ক্ষতি করেছি. আমাকে মাফ করে দিও’।

সালমান স্থানীয় ‘নগদ’ এজেন্টে কাজ করায় সেখানে অনেক টাকার হিসাব দিতে পারছিলেন না।
ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে এ কাজটি করেছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।

এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments