নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি দুর্গাপুর সড়কের পূর্বধলা উপজেলাধীন বালুচরা নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পথচারী এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের খলিশাউড় ইউনিয়নের পাবই বালুচড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।
নিহত মনো আক্তার গৌরীপুর উপজেলার সিদ্লা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। আজ বুধবার দুপুরে গৌরীপুর থেকে পূর্বধলার পাবই বালুচড়া এলাকার আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিল।
এসময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে।