নেত্রকোনা শহরের মইনপুর এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ফার্মেসীসহ ৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার রাত ১০ টার দিকে দোকানপাট বন্ধ করে বাড়ি যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে।
তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কমর্রিা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিক সহ প্রত্যক্ষদর্শীরা জানান আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও আগুনের সুত্রপাত কিভাবে ঘটেছে তা কেউ বরতে না পারলেও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ড ঘটে থাকতে পারে।
ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসী আরো জানায়, মাইন উদ্দিনের ৪ টি বাড়াকৃত দোকানে একটি ফার্মেসী দুটি বড় মুদির দোকান ও একটি চায়ের স্টল ছিলো। শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাবার পথে সজল ভৌমিকের দোকানের উপর থেকে আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসীসহ দোকান মালিকরা এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে নেত্রকোনা বিদ্যুত বিভাগের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।