Saturday, September 14, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় অটো রিকশার যাত্রী নিয়ে দ্বন্দের জেরে হামলায় আহত ৫

নেত্রকোনায় অটো রিকশার যাত্রী নিয়ে দ্বন্দের জেরে হামলায় আহত ৫

অটো রিকশার যাত্রী নিয়ে দ্বন্দের জেরে নেত্রকোনার পুর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে রিক্সাচালক এমদাদের বাড়িতে অতির্কত হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। গুরুতর আহত এমদাদের ছোট ভাই আব্দুল আজিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার পরপরই এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ বিষয় নিয়ে এই ঘটনাটা ঘটেছে। জারিয়া বাজারে সকালে এক যাত্রী নিয়ে নাটেরকোনা গ্রামের ইছাক মিয়ার ছেলে অটো চালক এমদাদের সাথে একই এলাকার রহমত আলীর ছেলে রফিকুলের কথা কাটাকাটি হয়। পরে দুপুরে দুজনেই বাড়িতে আসে। নামাজের পরপরই রফিকুল ২০ থেকে ২৫ জনের দলবল নিয়ে এমদাদের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এসময় একজন মুক্তিযোদ্ধাসহ বেশকজন মুরুব্বি ফেরাতে গেলেও তারাও আহত হন। বাড়িঘর ভাংচুরের সাথে সাথে ৫/৬ জন আহতও হন। আজিজকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহে পাঠানো হয়েছে।

অটোচালক রফিকুল এলাকার চিহ্নিত একজন উগ্রবাদী। কয়েকদিন পরপরই এর তার সাথে বিবাদ করে হামলা ভাংচুর চালায়। তার আচার আচরণ সন্ত্রাসের মতোন। এর থেকে এরাকাবাসী রক্ষা পেতে চায়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাজেদা খাতুন সত্যতা নিশ্চিত করেন। তবে পুর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম এ রিপোর্ট লিখা পর্যন্ত জানান তিনি কোন অভিযোগ পাননি বলে জানান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments