Sunday, October 13, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় অনলাইনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

নেত্রকোনায় অনলাইনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে নেত্রকোনায় ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা অফিস আয়োজন করে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা Zoom Apps এর মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার ৩৪ জন অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাবিকুন্নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান, সাংবাদিক আলপনা বেগমসহ অন্যরা।

সভায় প্রশাসন, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও পরিবহন মালিক সমিতি সহ মোট ৩৪ জন উপস্থিত ছিলেন। তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে ভিন্ন ভিন্ন পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য এই প্রথম নেত্রকোনায় পরিবেশ অধিদপ্তর প্রত্যক্ষ কোন কার্যক্রম গ্রহণ করেছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments