নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহম্মদ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজিউন)। তিনি ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার মধ্যরাতে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদ জোহর খালিয়াজুরী উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পিছনের মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পুর্বে করোনাকালীন সময়ে ভার্চুয়াল মাধ্যমে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সেইসাথে জীবিত অবস্থায় কোন ধরনের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। মরহুম আলী আহম্মদের স্ত্রী শেফুলা আহম্মদ খালিয়াজুরী ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য।