নেত্রকোনায় অভ্যন্তরীন আমন সংগ্রহ অভিযানের আওতায় চাল সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের খাদ্য গুদামে জেলা খাদ্য বিভাগের আয়োজনে চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ জাকারিয়া মোস্তফা, চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর পাঠান সাকিসহ আরো অনেকেই। এ বছর জেলার ১০ উপজেলায় ১৯ হাজার ৭৮৯ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে জানিয়েছে জেলা খাদ্য অধিদপ্তর।