নেত্রকোনার মোহনগঞ্জে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিনু মিয়া (৫২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুরের বাসিন্দা।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবির সরকার জানান, শুক্রবার ময়মনসিংহে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে তিনি অসুস্থ হলে গত ২৬ মে তার নমুনা পরীক্ষার রেজাল্টে আসলে তাতে করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।