নেত্রকোনায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায়। মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের ৭০ বছরের একজন পুরুষ গতকাল সন্ধ্যায় ময়মনসিংহে মৃত্যু বরণ করেন। এর আগে তিনি করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া গত একদিনে শনাক্ত হয়েছে মোট ৭ জন।
বন্ধের দিন হওয়ায় এবং নমুনা সংগ্রহের সময় কম থাকায় শুক্রবার ২৮ জনের মধ্যে ৭ জন শনাক্ত হয়েছেন। ময়মনসিংহ ল্যাবে ২১ টি নমুনা পরীক্ষার মধ্যে ৪ জন শনাক্ত। জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয় নাই। তবে জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্ট করা হয়েছে ০৭ জনের। তাদের মধ্যে শনাক্তকৃত ৩ জন। গতদিনে সংক্রমণের হার শতকরা ২৫। বৃহস্পতিবারের তুলনায় শতকরা হারের সংখ্যা ছিলো কম। তবে যেদিন পরীক্ষা কম হয় সেদিন শনাক্তও কম হচ্ছে।
শনাক্তকৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। তারা হলেন, নেত্রকোনা সদরে ১ জন, সীমান্ত উপজেলা কলমাকান্দায় ৫ জন ও বারহাট্টা উপজেলায় ১ জন। এ পর্যন্ত জেলা থেকে প্রেরিত নমুনার সংখ্যা-৭+৭=১৪ টি।
(ময়মনসিংহ মেডিকেল কলেজে স্যাম্পল দিয়েছেন-০৭ জন) এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনার সংখ্যা ১৮৯৯৮ টি। এ পর্যন্ত ১৮৭১৪ টির রির্পোট পাওয়া গেছে। জেলায় শনাক্তকৃত সর্বমোট ১৬৪৩ জন। শতকরা ৮.৭৮। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের। শতকরা হার ১.৮৩।