Sunday, October 13, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় করোনা উপেক্ষা করেই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

নেত্রকোনায় করোনা উপেক্ষা করেই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

করোনা পরিস্থিতিতেই সামাজিক দূরত্ব না রেখে নেত্রকোনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলো মোক্তারপাড়া জামে মসজিদে। স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মাস্ক পড়েই সহশ্রাধিক মুসুল্লি ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায় করেছেন।

সকাল নয়টায় প্রথম জামাতসহ পরপর দুটি জামাতে প্রশাসনসহ শহরের বিশিষ্ট জনরা অংশ নেন।
এ সময় নামাজে অংশ নেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাসহ মোট ৫ হাজার ১৯ টি মসজিদে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ঈদের একটি প্রধান জামাত নানা অব্যবস্থাপনায় অনুষ্ঠিত হওয়ায় প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজ ও নামাজে আসা সকল শ্রেণি পেশার মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কোন মাইক না থাকায় প্রধান জামাতের খুদবা শুনতে পারেননি মুসুল্লিরা। যে কারনে অনেকেই রাগ করে বেরিয়ে গেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, আমি নিজেও গতকাল পরিদর্শন করে এসেছি। তখনও সব ঠিক ছিলো। কোথাও কোন কমতি না থাকার কথাই জানিয়েছিলেন কমিটি। তবে ভবিষ্যতে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments