Sunday, October 13, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় করোনা ভাতা পাওয়ার আশায় আবেদনের হিড়িক, ঘন্টার পর ঘন্টা লাইনে

নেত্রকোনায় করোনা ভাতা পাওয়ার আশায় আবেদনের হিড়িক, ঘন্টার পর ঘন্টা লাইনে

শিক্ষার্থীদের করোনা ভাতা দেয়ার গুজবে নেত্রকোনা দুর্গাপুরের শিক্ষার্থীদের আবেদনের হিড়িক পড়েছে। রবিবার সকাল থেকেই দুর্গাপুর পৌর শহরের বাজারে প্রতিটি কম্পিউটারের দোকানে দোকানে ভিড় করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘ থেকে দীর্ঘ লাইন ধরে দাড়াচ্ছেন তারা।
ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িযে থেকে আবেদন করতে দেখা গেছে অনেক শিক্ষার্থীর সাথে অভিভাবককেও। অনেকে আবার অভিভাবকের পাশাপশি শিক্ষকদের সাথে নিয়েই কম্পিউটার দোকানে ভিড় করছেন।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র, শিক্ষার্থীদের ভোটার আইডি কার্ড, নগদ একাউন্ট এর গোপন পিন সহ গুরুত্বপূর্ণ নানা তথ্য দেয়া হচ্ছে এসকল আবেদন গুলোতে। তবে শিক্ষার্থী-অভিভাবক কেউই জানেন না এটি আদৌ সত্যি কিনা। তারপরও একজন আরেকজনের দেখাদেখিতেই আবেদন করছেন বলে জানা গেছে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতেও প্রত্যয়ন পত্র নেয়ার জন্য শিক্ষার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে। শিক্ষকরাও দিচ্ছেন প্রত্যায়ন পত্র। বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়া শিক্ষাথর্ীরাও দৌড়াচ্ছেন নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। তবে এ ব্যাপারে কেউ কোন সদোত্তার দিতে পারছেননা।
আর কম্পিউটার দোকানিরা বলছেন, টাকা পাওয়ার ব্যাপারে তারা কোন কিছুই জানেন না। কিন্তু শিক্ষার্থীরা আবেদন করার জন্য বলায় তারাও আবেদন করছেন বলে জানান।
এ ব্যাপারে নেত্রকোনা জেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি জানান এ নিয়ে কোন চিঠি তিনি পান নি। তবে তিনিও অনলাইনের কয়েকটি নিউজে দেখেছেন আবেদন করছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments